তিন বছর পর শাহরুখ-কাজল জুটি

মুক্তবার্তা ডেস্ক: শাহরুখ-কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় একটি জুটি। বাজিগর, করণ অর্জুন, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম, মাই নেম ইজ খান এবং দিলওয়ালে সিনেমায় তাদের রসায়ন দর্শক হৃদয় জয় করেছে।

রুপালি পর্দায় শাহরুখ-কাজল জুটির রসায়ন দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করেন দর্শক ও তাদের ভক্তরা। কিন্তু দীর্ঘদিন বিরতির পরই একসঙ্গে দেখা যায় তাদের। ফের কবে শাহরুখ-কাজলকে একসঙ্গে দেখা যাবে? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রশ্নের সম্মুখীন হন কাজল।

এ প্রসঙ্গে কাজল বলেন, ‘শাহরুখ ও আমি ছয়-সাত বছরে একবার একসঙ্গে অভিনয় করি। গত ২৫ বছর ধরে আমরা এমনটাই করে আসছি। সুতরাং পরবর্তী সিনেমার জন্য আরো তিন-চার বছর অপেক্ষা করতে হবে।’

Related posts

Leave a Comment