তাড়াশে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত

মুক্তবার্তা ডেস্ক:সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের তাড়াশে দুই সাংবাদিক গুরুত্বর আহত হয়েছেন।

তারা হলেন, তাড়াশ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, দৈনিক ইনকিলাব এর তাড়াশ প্রতিনিধি এম সানোয়ার হোসেন ও অনলাইন মিডিয়া প্রতিদিনের আলোর বার্তা সম্পাদক মো. মহসীন আলী।

এদের মধ্য মহসীন আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে তাড়াশ মাদ্রাসা রোডে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মোটরসাইকেল করে সংবাদ সংগ্রহে যাবার পথে তাড়াশ মাদ্রাসা রোডে একটি বেপরোয়া নসিমন গাড়ী তাদেরকে চাপা দেয়। এ সময় চালকের আসনে থাকা মহসীন আলী নসিমন গাড়ীর নিচে চাপা পড়ে ও অপর অারোহী সানোয়ার রাস্তার পাশে ছিটকে পড়ে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে প্রেসক্লাবের সভাপতি গোলাম রাব্বানী সুর্য, তাড়াশ রির্পোটাস ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী খন্দকারসহ অন্য সাংবাদিকরা সেখানে ছুটে যান।

Related posts

Leave a Comment