তারকা অভিনেত্রী থেকে তারকা ব্যবসায়ী

মুক্তবার্তা ডেস্ক:ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে পরিচালক পদে জিতেছেন শমী কায়সার। রবিবার রাতে অ্যাসোসিয়েশন গ্রুপের পরিচালক পদের ১৮টিতে ভোট হয়। এর মধ্যে ১০৭৭ ভোট পেয়ে ছয় নম্বরে থেকে পরিচালক নির্বাচিত হন শমী। তার জয়লাভের খবর শোনার সঙ্গে সঙ্গেই উপস্থিত শমী কায়সারদের প্যানেলের সবাই উল্লাসে ফেটে পড়েন।

উল্লাসের এক পর্যায়ে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর ছেলে রাশেদুল হোসেন চৌধুরী (রনি) শমীকে উদ্দেশে করে বলেন, ‘আমাকে হারিয়ে দিলি। তুই ছয় নম্বরে আর আমি সাত নম্বরে’। এ সময় দুজন অট্টহাসিতে মেতে ওঠেন।

বিজয়ী হওয়ার পর সাংবাদিকদের শমী কায়সার বলেন, ‘আমি ই-কমার্স সেক্টরের জন্য কাজ করব। ব্যবসায়ীরা আমাকে যে দায়িত্ব দিয়েছে তা পালনের জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব।’

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যখন ফল ঘোষণা শেষ হয়, তখন রাত ১১টা ১১মিনিট। এসময় শমীর সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায়। কেউ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন আবার কেউ তার সঙ্গে কুশল বিনিময় করছেন। তার সঙ্গে সেলফি তোলার সুযোগও অনেকে মিছ করছেন না। এভাবেই এক ঘণ্টা কেটে যাওয়ার পর বাড়ির পথে পা বাড়ান শমী।

নির্বাচনের আগে এক অনুষ্ঠানে শমী বলেছিলেন, ‘আমি আন্তরিকভাবে প্রবীণদের সঙ্গে কাজ করতে চাই। আমাকে দিয়ে কখনো দুর্নীতি হবে না এটা বলতে পারি।’

Related posts

Leave a Comment