মুক্তবার্তা ডেস্কঃ অনেক হতাশার খবরের মাঝে একটা সুখবর পাওয়া গেল। সেটা হলো, ওপেনার তামিম ইকবালের হাতে অস্ত্রোপচার করাতে হবে না।
ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর পর দেশে ফিরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তামিম ইকবাল। অক্টোবরে আসন্ন জিম্বাবুয়ে সিরিজ মিস করবেন তিনি। সব মিলে ম্যাচ ফিট হয়ে মাঠে ফিরতে সময় লাগবে ৮ সপ্তাহ।
ওয়েষ্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে ছিলেন ঈর্ষণীয় ফর্মে। তাই এশিয়া কাপে তামিমকে ঘিরে দেশে সমর্থকদের প্রত্যাশা ছিলো আকাশচুম্বি। কিন্তু, হিংসে হলো ক্রিকেট বিধাতার। বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিমের স্বপ্ন হলো চুরি। হাতে মারাত্বক ব্যর্থার সাথে ক্যারিয়ারের ঝুঁকি নিয়ে দেশের টানে যেভাবে ব্যাট করেছেন তামিম। তাতে করে ক্রিকেপ পিয়াসিরা তামিমকে বসিয়ে দিয়েছে বীরের আসনে।
অনেক প্রাপ্তির প্রশংসাতে তো আর রোগ মুক্ত হচ্ছে না তামিম। তাই গিয়েছিলে ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে। তিনদিন পর দেশে ফিরে অবশ্য অনেক হতাশার মাঝে সু-খবর দিলেন ড্যাশিং এই ওপেনার। খবর- সময়টিভি
ছুরির নিচে যেতে হচ্ছে না তামিমকে। কিন্তু, ভেতরে ভেতরে এখনও তীব্র ব্যর্থা অনুভব করছেন সব ফরম্যাটের সর্ব্বোচ্চ রান সংগ্রাহক। নিশ্চিত মিস করবেন অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে পাওয়া যাবে তো। আশার কথাই জানালেন তামিম।