মুক্তবার্তা ডেস্কঃ আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা না হলেও স্থান পেয়েছেন তরুণ উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম।
এখন পর্যন্ত কোনো ফরম্যাটেই জাতীয় দলের হয়ে ২২ গজে নামা হয়নি এই ওপেনারের। এমনকি এর আগে কখনো লাল-সবুজের স্কোয়াডে তার ডাকও মেলেনি। এবার সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের অনুপস্থিতিতে তার ওপর আস্থা রেখেছে নির্বাচক প্যানেল।
মূলত গত মাসের ইমার্জিং এশিয়া কাপ দিয়ে আলোচনায় আসেন তানজিদ তামিম। ওই আসরের চার ম্যাচের তিনটিতেই হাফ সেঞ্চুরি হাঁকান তিনি। ১১৬ দশমিক ৯৯ স্ট্রাইক রেট ও ৪৪ দশমিক ৭৫ গড়ে ১৭৯ রান করেন এই ওপেনার। এমনকি ক্লাসিক ব্যাটিংয়ে নজর কাড়েন নির্বাচকদের। এই ওপেনার জাতীয় দলে নতুন মুখ হলেও তাকে নিয়ে আত্মবিশ্বাসের কথা শুনিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
তার (নান্নু) ভাষ্য, তানজিদ তামিমকে নিয়ে আমরা নির্বাচকরা যথেষ্ট আত্মবিশ্বাসী। কারণ, তাকে এইচপিতে অনেক নার্সিং করা হয়েছে। শেষ ইমার্জিং কাপেও কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে। আমরা আশাবাদী ইনশাল্লাহ দেশের জন্য ভালো কিছু দিতে অপেক্ষা করছে।