তথ্য মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার প্রদান

মুক্তবার্তা ডেস্ক:জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে প্রথমবারের মতো শুদ্ধাচার পুরস্কার প্রদান করেছে তথ্য মন্ত্রণালয়। রবিবার দুপুরে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে তথ্যসচিব মরতুজা আহমদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আখতারুজ্জামান তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা মোছা. শাহনাজ বেগম ও মো. মমিনুল ইসলাম এবং অফিস সহায়ক মো. রেজাউল করিমের হাতে এ পুরস্কার তুলে দেন। ক্রেস্ট, সনদসহ প্রথম দুজন যথাক্রমে ১০ হাজার ও নয় হাজার ৫০০ টাকার প্রাইজবন্ড এবং শেষ দুজন নয় হাজার টাকার প্রাইজবন্ড লাভ করেন।

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তথ্যসচিব বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জানুয়ারি ২০১৫ হতে জুন ২০১৬ মেয়াদে তথ্য মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনার অংশ হিসেবে কর্মমূল্যায়ন, সততা ও ভালো কাজের জন্য এ প্রণোদনা পুরস্কার প্রদান অব্যাহত থাকবে। পুরস্কারের মনোনয়নে গঠিত কমিটি এখন থেকে প্রতি বছর এ পুরস্কারের জন্য কর্মকর্তা-কর্মচারী বাছাই করবেন।’

Related posts

Leave a Comment