মুক্তবার্তা ডেস্ক: আগামী ২১ নভেম্বর (মঙ্গলবার) সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে এদিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) সেনানিবাসে অবস্থানকারী বিভিন্ন ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের গাড়ি ছাড়া সবধরনের যান চলাচল সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বন্ধ থাকবে।
উল্লিখিত সময়ে চালকদের সেনানিবাস এলাকা পরিহার করে বিকল্প পথ দিয়ে চলাচলের জন্য সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।