মুক্তবার্তা ডেস্ক:বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অায়োজন করা হচ্ছে ‘ফুল মেলা-২০১৭’। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে অাগামী ৩০ মার্চ থেকে তিনদিনব্যাপী এ মেলা চলবে ১ এপ্রিল পর্যন্ত।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে এ মেলার কথা জানায় অায়োজক সংগঠন ইনোভেশন অ্যান্ড ইনকিউশন সেন্টার ফর এন্টাপ্রাইজ (অাইঅাইসিই) ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তিনদিনব্যাপী এ মেলায় ফুল উৎপাদক, ফুল ব্যবসায়ী, ফুল সেক্টরের সংশ্লিষ্ট সংগঠন, সাজসজ্জা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবেন। মেলায় ১৪টি প্যাভিলিয়ন ও ৩৩টি প্রদর্শনী স্টল থাকবে।
মেলায় এক হাজারেরও বেশি ধরনের ফুল প্রদর্শনীর পাশাপাশি থাকবে ফুলের ওপর ফ্যাশান শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড জোন, কিডস কর্নার, কর্মশালা, ফ্লাওয়ার ল্যান্ডস্ক্যাপিং, ফটো বুথ, ফ্লাওয়ার টানেল, গোলটেবিল বৈঠক। শিশুদের জন্য মেলা প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার অায়োজন করা হবে। শিশুদের শিক্ষামূলক অানন্দ দিতে মেলায় থাকবে সিসিমপুর। মেলা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের অায়োজন থাকবে।