ঢাকায় সিটিং সার্ভিস বন্ধে আজ থেকে অভিযান শুরু

মুক্তবার্তা ডেস্ক:রাজধানীতে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ‌‌‘সিটিং সার্ভিস’ বন্ধ করতে আজ রবিবার থেকে মাঠে নামছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার রাজধানীর এলেনবাড়িতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে এক বৈঠক শেষে সংস্থার চেয়ারম্যান মো. মশিয়ার রহমান এ ঘোষণা দেন।

সিটিং সার্ভিসের পাশাপাশি গেটলক ও স্পেশাল বন্ধ হচ্ছে। এর পাশাপাশি ট্রাক, বাস-মিনিবাস, কভার্ডভ্যানে সংযোজিত অবৈধ এ্যাঙ্গেল, ধারালো-চোখালো হুক, অননুমোদিত বাম্পারের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান শুরু করবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

আজ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তেজগাঁও সাতরাস্তা মোড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের আ্যঙ্গেল, হুক বিরোধী অভিযান শুরু করবেন।

অপরদিকে সিটিং সার্ভিস বন্ধে সকাল ১১টায় রাজধানীর আসাদ গেট থেকে অভিযান শুরু হবে অভিযান। সেখানে উপস্থিত থাকবেন বিআরটিএ চেয়ারম্যান মশিয়ার রহমান ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

রাজধানীর বিভিন্ন রুটে চলা সিটিং সার্ভিস নামধারী পরিবহনগুলো হলো- রাজাসিটি, মৈত্রী, ফতেহ, ট্রান্সসিলভা, হিমাচল, শিখর, সুপ্রভাত স্পেশাল, বিহঙ্গ, হাজী, নিউভিশন, মধুমতি, প্রজাপতি, আলিফ, মোহনা, জাবালে-নূর, নূর-এ মক্কা, আকিক, অছিম, শ্রাবন্তী, তরঙ্গ, ঢাকেশ্বরী, রাজধানী, ট্রাষ্ট, ঠিকানা, দিশারী, গ্রামীণ প্রভৃতি।

Related posts

Leave a Comment