মুক্তবার্তা ডেস্ক: ঢাকায় ফিরেছেন জনপ্রিয় ও আলোচিত-সমালোচিত নায়িকা অপু বিশ্বাস। শনিবার রাত ১০টার পর তিনি ঢাকায় এসে পৌঁছান। ঢাকায় ফিরে নিজের শরীরের অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানান নায়িকা। বলেন, ‘স্রষ্টার কৃপায় ভালোই আছি। চিকিৎসক ওষুধ দিয়েছেন। বলেছেন ভয়ের কিছু নেই। তবে প্রায় মাস দুয়েক পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।’
ছেলেকে তালাবন্দ করে রাখা নিয়ে স্বামী শাকিব খানের অভিযোগের ব্যাপারে অপু বলেন, ‘এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। নতুন করে আর কিছু বলতে চাই না। শাকিব খান বাবা হিসেবে যখন খুশি তখন জয়কে দেখতে আসতে পারে। জয়ও খুশি হবে তার বাবাকে কাছে পেলে।’
অন্যদিকে, দুটি ছবিতে অভিনয় প্রসঙ্গে নায়িকা জানান, ‘দুর্ঘটনার কারণে ‘কাঙাল’ ছবিটি মনে হয় করা হবে না। আর ‘কানাগলি’র শুটিং একটু দেরিতে শুরু হবার কথা থাকলেও সেই সময় পর্যন্ত সেরে উঠতে পারবো কী না তার উপর নির্ভর করছে সবকিছু।’