ঢাকাকে প্রশিক্ষণের মূল কেন্দ্র করার প্রস্তাব

মুক্তবার্তা ডেস্ক:শ্রম আইন নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বিচারকসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণের জন্য ঢাকাকে মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রী আনিসুল হক।

সচিবালয়ে বুধবার নিজ দপ্তরে আইএলওর আন্তর্জাতিক শ্রম মান বিভাগের ফ্রিডম অব এসোসিয়েশন শাখার প্রধান কারেন কার্তিজের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মন্ত্রী এ প্রস্তাব দেন। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকের এ কথা জানান আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, ‘শ্রম আইন প্রয়োগে আদালতের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। জুডিশিয়াল অফিসারদের ট্রেনিং নিয়ে কথা হয়েছে। ট্রেনিংয়ের ব্যাপারে আমরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছি, আমরা কো-অপারেট করব।’

তিনি বলেন, ‘আমি প্রস্তাব করেছি এই অঞ্চলে যে ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিংয়ের জন্য হাব (মূল কেন্দ্র) হিসেবে ঢাকাকে ব্যবহার করা হয়। এই রিজিওন (অঞ্চল) থেকে যারা আইনজীবী ও জুডিশিয়াল অফিসার আছেন তারা ঢাকায় আসবেন। আমাদের জুডিশিয়াল অফিসাররা যদি একসঙ্গে ট্রেনিং করেন, তাদের ইন্টারঅ্যাকশন (পারস্পরিক ভাবের আদান-প্রদান) হবে। সেই ইন্টারঅ্যাকশনে সারা অঞ্চলই উপকৃত হবে।’

‘আমরা একথাও আলোচনা করেছি, উন্নত দেশে যেভাবে ট্রেনিং হয়, সেই ট্রেনিংটাও যাতে দেখানো হয়। তাহলে আমাদের দেশের জুডিশিয়াল অফিসাররা সেখান (উন্নত দেশ) থেকে ট্রেনিং নিয়ে আসবেন।’

Related posts

Leave a Comment