ডেমরায় একই পরিবারের আট জন দগ্ধ

মুক্তবার্তা ডেস্ক: রাজধানীর ডেমরার কোনাপাড়ায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে নারী ও শিশুসহ একই পরিবারের আটজন দগ্ধ হয়েছে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- আলমগীর (৪৮), তার স্ত্রী ফেরদৌসী (৩৫), ছেলে রিমন (১৬), শিপন (১০), তাসিন (২), আলমগীরের ভাতিজি রত্না (১৮), তার স্বামী তোফায়েল (২২) ও তাদের আত্মীয় আরিফ (৩০)।

রাত তিনটার সময়ে ডেমরা কোনাপাড়ার আল আমিন রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে সোমবার ভোর চারটার সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান প্রতিবেশীরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দগ্ধ আটজন হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে বাচ্চু মিয়া আরো বলেন, এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বাকীদের অবস্থা ভালই রয়েছে।

Related posts

Leave a Comment