মুক্তবার্তা ডেস্ক: একদিন আগে অনুমতি দেয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) ধন্যবাদ জানিয়ে শান্তিপূর্ণ সমাবেশ করতে প্রশাসন এবং সরকারি দলের সহযোগিতা চেয়েছে বিএনপি।
শনিবার বেলা ১২টার পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, অতীতে ১২ ঘণ্টা আগেও সমাবেশের অনুমতি দিয়েছিল ডিএমপি। এবার তারা আমাদের আগেই অনুমতি দিয়েছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই।
দীর্ঘ উনিশ মাস পর রাজধানীতে জনসভার আয়োজন করতে যাচ্ছে বিএনপি। এ সমাবেশের মাধ্যমে মাঠের রাজনীতিতে নিজেদের অবস্থান জানান দিতে চায় দলটি। সে লক্ষ্যে ব্যাপক প্রস্তুতিও নিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে।
সবশেষ ২০১৬ সালের ১ মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করে বিএনপি। এর আগে ওই বছরের ৫ জানুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সুযোগ পায় দলটি। ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সেই সমাবেশ করে বিএনপি।
বিএনপিকে শর্ত দিয়ে অনুমতি দেয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দেয়া এক বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, ‘তিনি (ওবায়দুল কাদের) বলেছেন বিএনপি যেহেতু সব সমাবেশে নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি করে সেহেতু শর্ত দেয়া হয়। এটা পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন। আমাদের সমাবেশে কখনো বিশৃঙ্খলা হয়নি।। বরং তাদের সমাবেশে নিজেদের মধ্যে কোন্দল হচ্ছে, গোলমাল হচ্ছে এমনকি হত্যা পর্যন্ত করছে।’
তিনি ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে অনুরোধ করবো অনুগ্রহপূর্বক ভিত্তিহীন কথা না বলে আমরা যে গণতান্ত্রিক পরিবেশে ফিরে যাওয়ার জন্য যে চেষ্টা করছি, উদ্যোগ গ্রহণ করছি সেই প্রক্রিয়ায় সরকারি দলকে আনার জন্য চেষ্টা করছি সেই প্রক্রিয়াকে সমর্থন করে পজিটিভ কথা বলুন। নেতিবাচক-উস্কানিমূলক কথা বলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দয়া করে ব্যাহত করবেন না।’