মুক্তবার্তা ডেস্ক: বেসরকারি ডাচ-বাংলা ব্যাংক চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নতরত ৩ হাজার ১৯ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে বৃত্তিপত্র তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক।
ডাচ-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডাচ-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম শাহাবুদ্দিন আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন প্রমুখ।
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ২০১৭ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ বৃত্তিপ্রাপ্তরা উচ্চমাধ্যমিক পর্যায়ের পূর্ণ শিক্ষাবর্ষে মাসে আড়াই হাজার টাকা করে পাবে। আর পাঠ্য উপকরণের জন্য পাঁচ হাজার টাকা এবং পোশাক-পরিচ্ছদের জন্য ১ হাজার টাকা করে বার্ষিক অনুদান পাবেন।