ডাকাত ধরতে যুক্তরাষ্ট্র জুড়ে হুলিয়া

মুক্তবার্তা ডেস্ক:যুক্তরাষ্ট্রে এক ডাকাতকে ধরতে ৫০টি অঙ্গরাজ্য জুড়ে চলছে বিশাল অভিযান। দেশটির উইসকিনসন অঙ্গরাজ্যে স্বয়ং বন্দুকের দোকানে ডাকাতির অভিযোগ জোসেফ ইয়াকুবাউস্কির বিরুদ্ধে। নাম ছাড়া অভিযুক্ত ওই ব্যক্তি সম্পর্কে আর বিশেষ কিছু জানা যায়নি।

দোকান ভর্তি অস্ত্র ও কর্মচারীরা থাকলেও প্রতিহত করতে পারেনি অভিযুক্ত সেই ডাকাতকে। জোসেফ বেশ কয়েকটি পিস্তল ও রাইফেল ডাকাতি করে নিয়ে গেছে। সন্দেহভাজন ওই ব্যক্তি কিছু একটা ঘটানোর হুমকি দিয়েছেন এবং তার কাছে একটি বুলেট প্রুফ ভেস্টও রয়েছে। সেই থেকেই দেখা দিয়েছে আতঙ্ক।

পলাতক সেই ‘ডাকাত’ ধরতে এখন যুক্তরাষ্ট্রের কয়েকশো পুলিশের অভিযান চলছে। মার্কিন পুলিশ জানায়, ইয়াকুবাউস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে সরকার বিরোধী বিশাল এক বার্তা প্রকাশ করেছেন। সেখানে তিনি ক্ষোভের এক লম্বা তালিকা তুলে ধরেছেন। তার অভিযোগ, রাজনৈতিকভাবে ক্ষমতাশালী ব্যক্তিরা জনগণকে শোষণ করছে।

ট্রাম্প প্রশাসন বিরোধী অবস্থা ও অস্ত্র ডাকাতি সব মিলিয়ে তিনি এখন যুক্তরাষ্ট্রে ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যক্তিদের একজন হয়ে উঠেছেন।

Related posts

Leave a Comment