মুক্তবার্তা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার ছদর মোল্লার ছেলে। এ ঘটনায় আশরাফুল নামে এক পিকআপ ভ্যানচালক আহত হয়েছেন।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে।
ওসি আরও জানান, ডাকাতরা জেলার নাসিরনগর উপজেলার কুণ্ডা নদীর পাড়ে মাছগুলো নামিয়ে পিকআপ ভ্যানটি নিয়ে শায়েস্তাগঞ্জের দিকে পালানোর চেষ্টা করে। পরে পুলিশও তাদের পেছন থেকে তাড়া করে সকাল ৭টার দিকে শায়েস্তাগঞ্জের অলিপুর থেকে পিকআপ ভ্যানটি আটক করে। তবে ডাকাতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।