ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

মুক্তবার্তা ডেস্ক:ঠাকুরগাঁওয়ের হরিপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মেয়েটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।  ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে গেদুড়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

আটক শুকুর আলী ওই উপজেলার গেদুড়া ইউনিয়নের নয়াবস্তি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে ওই স্কুলছাত্রীকে বাড়ির সামনে থেকে ধরে পাশের কলাবাগানে নিয়ে যায় শুকুর। পরে মেয়েটিকে ধর্ষণ করে শুকুর পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন ওই মেয়েটিকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎকার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতলে পাঠান।

ওইদিনই  স্থানীয়দের সহযোগিতায় শুকুরকে আটক হরিপুর থানা পুলিশ। আজ রবিবার তাকে ঠাকুরগাঁও আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস।

Related posts

Leave a Comment