মুক্তবার্তা ডেস্ক:২০ টি ইয়াবা এবং ১৫০ গ্রাম গাঁজাসহ জামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে পরিচয় দেয়া মো. তুহিনকে গ্রেপ্তার করেছে আটক করেছে পুলিশ। যদিও জেলা ছাত্রলীগ জানিয়েছে, এই ইউনিয়নে তাদের কোনো কমিটি নেই।
সোমবার রাতে জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজার মধ্যগারপুগী এলাকা থেকে তুহিনকে আটক করা হয়।
পুলিশ জানায়, তুহিনের বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রির অভিযোগ ছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক রবিউলের নেতৃত্বে পুলিশ শিবগঞ্জ বাজার মধ্যপারপূগী এলাকায় অভিযান চালিয়ে তুহিনকে ইয়াবা সেবনের সময় হাতে নাতে আটক করা হয়।
এ সময় পুলিশ তুহিনের শরীর তল্লাশি করতে গেলে তিনি পুলিশের ওপর হামলা চালান বলে জানিয়েছে বাহিনীটি। পরে তার কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।