মুক্তবার্তা ডেস্ক:সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার বেলা ১১টায় সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইকবাল হাসান মাহমুদ টুকুর আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানী শেষে বিচারক কোহিনুর আরজুমান জামিনের আবেদন নামঞ্জুর করেন।
সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) এএসআই মাসুদ ও ইকবাল হাসান মাহমুদ টুকুর আইনজীবী অ্যাড. ইন্দ্রজিত সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।