মুক্তবার্তা ডেস্ক:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ অনির্দিষ্টকাল পর্যন্ত বাড়িয়েছেন হাওয়াই অঙ্গরাজ্যের বিচারক ডেরিক ওয়াটসন।
বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এর ফলে ৬টি মুসলিম প্রধান দেশের বিরুদ্ধে ট্রাম্প যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন তা কার্যকর করা আটকে যাবে অনির্দিষ্টকাল পর্যন্ত।
এ বিষয়ক মামলায় বলা হয়েছে, ওই ৬টি মুসলিম দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞায় হাওয়াই রাজ্যের পর্যটন ক্ষতিগ্রস্ত হবে। বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের টানতে পারবে না রাজ্য। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তার সংশোধিত নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পর্কে বলেছিলেন এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের প্রবেশ বন্ধ করতে চান।
ডোনাল্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মাথায় সাতটি মুসলিম দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দেন। আদালত তা আটকে দেয়ার পর নতুন করে যে নিষেধাজ্ঞা দেন তাতে মাত্র একটি দেশকে বাদ রাখা হয়। ইরাককে বাদ দিয়ে ৬টি দেশের ওপর ওই নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশ দেন তিনি। সেই আদেশও আটকে যায় আদালতে। বুধবার সর্বশেষ এর ওপর রায় দেন বিচারক ওয়াটসন।
হাওয়াইয়ের অ্যাটর্নিদের ও যুক্তরাষ্ট্র আইন মন্ত্রণালয়ের অ্যাটর্নিদের বক্তব্য শোনার পর তিনি নিষেধাজ্ঞা কার্যকর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেন। প্রথমে তিনি অস্থায়ী একটি নিষেধাজ্ঞা দিয়েছিলেন ওই আদেশের বিরুদ্ধে। বুধবার তা অনির্দিষ্টকাল পর্যন্ত বর্ধিত করেন।