ট্রাম্পের নতুন আদেশে শঙ্কায় ভারতীয়রা

মুক্তবার্তা ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন নির্বাহী আদেশ ভারতীয়দের কপালে চিন্তার ভাঁজকে আরো প্রশস্ত করেছে। কারণ যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তির বাজারে বিপুল সংখ্যায় ভারতীয় নাগরিক কর্মরত রয়েছেন। ভারতের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় ক্রমবর্ধমান বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

মার্কিন অভিবাসন ব্যবস্থার সুযোগ নিয়ে অপেক্ষাকৃত কম মজুরিতে বিদেশি শ্রমিক নিয়োগ রুখতে এবং মার্কিনিদের চাকরির সুরক্ষা নিশ্চিত করতে নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। নতুন এই আদেশ ‘বাই আমেরিকা, হায়ার আমেরিকা’ নামে পরিচিত। এর অর্থ হচ্ছে মার্কিন পণ্য কিনুন এবং মার্কিনিদের কাজে নিয়োগ দিন। এর ফলে ভারতের তথ্য-প্রযুক্তি শিল্পের উপর বিশেষ প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

কারণ মার্কিন ও ভারতীয় কোম্পানিগুলোর যে কাজ মার্কিনিরা করতে সমর্থ নন বা করতে ইচ্ছুক নন, শুধুমাত্র সেই কাজই বিদেশি কর্মীরা করবেন। এই মর্মে জোর দেওয়া হয়েছে নতুন আদেশে। যদিও এ কথা মানতে চাননি ট্রাম্প ও তার সমর্থকরা। তাদের দাবি, ছোটখাটো কাজগুলো মার্কিন নাগরিকদের দিয়ে করিয়ে নেওয়া এবং হাই-এন্ড কাজগুলো উচ্চশিক্ষিত ও সুদক্ষ বিদেশি কর্মীদের দিয়ে করানোর উদ্দেশেই এই প্রকল্প নেওয়া হয়েছে।

ট্রাম্প বলেন, ‘বর্তমানে আমাদের অভিবাসন ব্যবস্থার অপব্যবহারের ফলে দক্ষ মার্কিন কর্মীদের জায়গায় কাজ পাচ্ছেন অন্য দেশ থেকে আসা কর্মীরা।’

প্রেসিডেন্টের গদিতে বসার শততম দিন এগিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্টের। তার আগেই একটা একটা করে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় মনোযোগী হয়েছেন ট্রাম্প।

Related posts

Leave a Comment