ট্রলার ডুবির ঘটনায় পানগুছিতে আরও ৬ লাশ

মুক্তবার্তা ডেস্ক:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পানগুছি নদীতে ট্রলার ডুবির তৃতীয় দিনে আরও ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে; এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১১ জন। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঘটনাস্থলের দুই কিলোমিটারের মধ্যে এই ছয় লাশ উদ্ধার করা হয় বলে জানান নৌবাহিনীর কমান্ডার মো. শাহরিয়ার আকন।

ছয়জনের মধ্যে পাঁচ পুরুষের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে; আর আছে এক  শিশুর লাশ। উপজেলার থানাঘাটের কাছে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ট্রলার ডুবির পর এ নিয়ে মোট ১১ জনের লাশ উদ্ধার করা হলো।

দুর্ঘটনার পর পুলিশের পক্ষে অন্তত ১৮ যাত্রী নিখোঁজ থাকার কথা বলা হয়েছিল, তারপর বুধবার একজন ও বৃহস্পতিবার ছয়জনের লাশ উদ্ধার করা হলো। পুলিশ এখনও ট্রলার ডুবির কারণ বলতে পারেনি। স্থানীয়রা বলছে, একটি দ্রুতগতির নৌযানের ঢেউয়ে ৫০-৬০ জন যাত্রী নিয়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

ঘটনার পর থেকে পুলিশ, দমকল বাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। নদীতীরে ভিড় করছেন নিখোঁজদের স্বজনরা।

Related posts

Leave a Comment