ট্যানারি শিল্প স্থানান্তরের শ্রমিকদের কোনো ধরনের স্বার্থ দেখা হয়নি

মুক্তবার্তা ডেস্ক:রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি শিল্প স্থানান্তরের সিদ্ধান্তে শ্রমিকদের কোনো ধরনের স্বার্থ দেখা হয়নি বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত এক মানববন্ধনে এ অভিযোগ করেন তারা।

মানববন্ধনে আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ারা হোসেন বলেন, অনেক পরিবেশবাদী বলেছেন হাজারীবাগের ট্যানারি শিল্পের কারণে রাজধানীর পরিবেশ দূষীত হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে সরকার ও মালিকপক্ষ ট্যানারি শিল্প সাভারে স্থানান্তর করেছে। কিন্তু এক্ষেত্রে সরকার ও মাননীয় হাইকোর্ট শুধু মালিকদের স্বার্থ দেখছে। এই শিল্পের সঙ্গে জড়িত ৩০ থেকে ৪০ হাজার শ্রমিকের স্বার্থ অক্ষুণ্ণ থাকে এমন কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। ফলে আজ এই বিপুল সংখ্যক শ্রমিক নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

Related posts

Leave a Comment