ট্যানারি কারখানাগুলোর সব সংযোগ বিচ্ছিন্ন করা হলো

মুক্তবার্তা ডেস্ক:জনবল নিয়ে হাজারীবাগের সব ট্যানারি কারখানাগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক।

এ বিষয় আজই হাইকোর্টে প্রতিবেদন জমা দেয়া হবে বলেও জানান তিনি। সব সংযোগ গতকালই বিচ্ছিন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ। ডিপিডিসি বলছে, গতকালই ট্যানারি কারখানাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তবে হাজারীবাগে কার্যক্রম পরিচালনাকারী কয়েকটি ট্যানারি কারখানায় আজও আলো জ্বলতে দেখা গেছে। বিকেলে হাজারীবাগের ট্যানারি সাভারে স্থানান্তরসহ সংশ্লিষ্ট সব বিষয়ে মালিক সংগঠনের বৈঠকে বসার কথা রয়েছে।

Related posts

Leave a Comment