মুক্তবার্তা ডেস্ক:সন্তোষজনক আয়কর আদায় করতে না পারলে পৌরসভাকে আগামী অর্থবছরে সরকারি অর্থ বরাদ্দ দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘পৌরসভা মেয়রদের বেতন দ্বিগুন করা হয়েছে। আপনারা কেন আপনাদের আয় বাড়াবেন না? ট্যাক্সও ডাবল করেন।’
মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে বেলারুশ হতে আমদানি করা মেশিনারিজ ও যন্ত্রপাতি সিটি করপোরেশন ও পৌরসভায় বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। বেলারুশ থেকে আমদানি করা ১৩৯৫ টি যানবাহন ও যন্ত্রপাতির মধ্যে ১৪৩ টি যানবাহন ও যন্ত্রপাতি বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার কাছে বিতরণ করেন মন্ত্রী।
এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৫টি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৫টি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২৩টি, ময়মনসিংহ পৌরসভায় সাতটি, ফরিদপুর সাতটি, সাভার চারটি, নরসিংদী চারটি, ঘোড়াশাল চারটি, গোপালগঞ্জ চারটি, টুঙ্গিপাড়া চারটি, কোটালীপাড়া চারটি, পটুয়াখালী সাতটি, বাউফল চারটি ও ভেদরগঞ্জ পৌরসভায় একটিসহ মোট ১৪৩টি যানবাহন ও যন্ত্রপাতি বিতরণ করা হয়। শিগগিরই দেশের বাকি সিটি করপোরেশন ও পৌরসভায় এসব যন্ত্রপাতি বিতরণ করা হবে বলে জানান মন্ত্রী।