মুক্তবার্তা ডেস্ক:টেস্টে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ইউনিস খানের প্রয়োজন ছিল ২৩ রান। কিন্তু গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি করলেন ৫৮ রান। অর্থাৎ, টেস্ট ক্রিকেটে ইউনিস খানের এখন মোট রান সংখ্যা ১০০৩৫।
ইউনিস খানই একমাত্র পাকিস্তানি ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন। ৮৮৩২ রান করে দ্বিতীয় অবস্থানে আছেন জাভেদ মিয়াঁদাদ। ৮৮২৯ রান করে তৃতীয় অবস্থানে আছেন ইনজামাম-উল-হক।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলছে পাকিস্তান। আজ অনুষ্ঠিত হবে ম্যাচের চতুর্থদিনের খেলা। এই সিরিজ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসের যাবেন দুই পাকিস্তানি ক্রিকেটার ইউনিস খান ও মিসবাহ-উল-হক।
সংক্ষিপ্ত স্কোর
তৃতীয় দিন শেষে ৮৫ রানে পিছিয়ে পাকিস্তান
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৮৬ (৯৫ ওভার)
(ক্রেইগ ব্র্যাথওয়েট ০, কাইরান পাওয়েল ১৩, শিমরন হেটমায়ার ১১, শাই হোপ ২, ভিশাউল সিং ৯, রস্ট্ন চেজ ৬৩, শেন ডাউরিচ ৫৬, জ্যাসন হোল্ডার ৫৭*, দেবেন্দ্র বিশু ২৮, আলজারি যোসেফ ০, শ্যানন গ্যাব্রিয়েল ৫; মোহাম্মদ আমির ৬/৪৪, মোহাম্মদ আব্বাস ১/৬৩, ওয়াহাব রিয়াজ ১/৬৬, ইয়াসির শাহ ২/৯১)
পাকিস্তান প্রথম ইনিংস: ২০১/৪ (৭৮.২ ওভার)
(আজহার আলী ১৫, আহমেদ শেহজাদ ৩১, বাবর আজম ৭২, ইউনিস খান ৫৮, মিসবাহ-উল-হক ৫*, আসাদ শফিক ৫*; শ্যানন গ্যাব্রিয়েল ২/৩৭, আলজারি যোসেফ ১/৩৫, জ্যাসন হোল্ডার ১/৪০, দেবেন্দ্র বিশু ০/৩৫, রস্টন চেজ ০/২৫, ক্রেইগ ব্র্যাথওয়েট ০/২২)