টেন্ডুলকারের চেয়ে কোহলি অনেক এগিয়ে

মুক্তবার্তা ডেস্ক: পরিসংখ্যান বলছে ওয়ানডে ফরম্যাটে শচীন টেন্ডলকারের চেয়ে অনেক এগিয়ে বর্তমান ভারতীয় অধিনায়ক বিরাট কোহালি।

ওয়ানডেতে মোট রানের ক্ষেত্রে ২০০ ম্যাচে সচিনের মোট রান ছিল ৭৩০৫।কোহালি সেখানে অনেক এগিয়ে।কোহলির রান ৮৮৮৮।

২০০ ম্যাচের পর সচিনের শতরানের সংখ্যা ছিল ১৮। সেখানে কোহালি ৩১ টি শতরানের মালিক। সচিনের চেয়ে ১১টি বেশি। অর্ধশতের দিক দিয়েও বিরাট এগিয়ে সচিনের চেয়ে। সচিনের অর্ধশত ৪৩টি, বিরাটের ৪৫টি।

২০০ ম্যাচ খেলে স্ট্রাইক রেটেও সচিনের থেকে এগিয়ে রানমেশিন কোহালি। সচিনের ছিল ৮৫.৬১, কোহালির সেখানে  ৯১.৫৪।

 

Related posts

Leave a Comment