মুক্তবার্তা ডেস্ক:কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীর ডেইল এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা বড়িসহ আবদুল করিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি সাবরাং ইউনিয়নের আলীর ডেইল গ্রামের মৃত সৈয়দ হোসেনের ছেলে।
শনিবার সকালে আটক করিমের বাড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, সে একজন ইয়াবা চোরাকারবারি।
পুলিশ জানায়, শনিবার সকালে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান এনে বিক্রি করার জন্য সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার একটি বাড়িতে মজুদ রাখা হয়েছে- এমন সংবাদে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় আবদুল করিমের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর ৪০ হাজার পিস ইয়াবা বড়িসহ তাকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার দাম ১ কোটি ২০ লাখ টাকা। অভিযানকালে তার বাড়ি থেকে আরও দুজন পালিয়ে যায়। ইয়াবাসহ আটক ব্যক্তিকে থানায় সোর্পদ করে মাদক মামলা করা হয়েছে।
টেকনাফ মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন খান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।