মুক্তবার্তা ডেস্ক:কক্সবাজারের টেকনাফ উপজেলায় এবার পান বাগানের ভেতর থেকে ১২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। তবে এসময় কাউকে আটক করতে পারেনি।
বিজিবির দাবি ইয়াবা আটকের মধ্যে এটি সর্ববৃহৎ চালান। শুক্রবার সকাল ১০ টার দিকে সাবরাং ইউনিয়নের সমুদ্র সৈকত কাটাবনিয়ার সংলগ্ন খুরের মুখ এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরে উদ্ধর্তন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।