টেকনাফে ১১ কোটি টাকার ইয়াবা উদ্ধার

মুক্তবার্তা ডেস্ক:কক্সবাজারের টেকনাফে বিজিবি’র এক অভিযানে ৩ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১১ কোটি ১০ লাখ টাকা।

আজ বুধবার এই অভিযান চালানো হয়।

বিজিবি জানিয়েছে, বুধবার ভোর সাড়ে ৫টায় টেকনাফের দুই নম্বর ব্যাটালিয়ান বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদের নেতৃত্বে নাজির পাড়া বিওপি ফাঁড়ির বিজিবি সদস্যরা সাবরাং ইউনিয়নের মণ্ডল পাড়ার নারিকেল বাগান এলাকা থেকে ইয়াবার এ চালানটি উদ্ধার করেন।

তারা আরো জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। তবে এসময় পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

Related posts

Leave a Comment