মুক্তবার্তা ডেস্ক: বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আকতার উজ জামান কবির বলেছেন, ‘অনেক বিদেশিরা টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে ওয়ার্ক পারমিট ছাড়াই বায়িং হাউজগুলোতে কাজ করছেন। বিশেষ করে তৈরি পোশাক সেক্টরে বিভিন্ন কাজে সম্পৃক্ত হচ্ছেন তারা। আমাদের দেশের বাজারে এর প্রভাব যেন না পড়ে, সেজন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে আমরা এসব তথ্য তুলে ধরবো।
বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে রবিবার রাজধানীর মহাখালীর হোটেল অবকাশে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও দি বাংলাদেশ ট্রাভেলস যৌথভাবে সেমিনারের আয়োজন করে।
আকতার উজ জামান বলেন, দেশে ডিজিটাল প্লাটফর্ম তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে সরকারি ও বেসরকারি টু্রিজম প্রতিষ্ঠানগুলোকে এই প্লাটফর্মের আওতায় আনা হবে। ফলে এর মাধ্যমে ভ্রমণকারীরা খুব সহজেই সকল কিছুর তথ্য জেনে উপকৃত হবে।
সেমিনারে প্রধানমন্ত্রীর কার্যালয়ধীন এটুআই প্রোগ্রামের ইএম সলুশান আর্কেটেক্ট ও ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ সহ-সভাপতি রেজওয়ানুল হক জামি বলেন, ‘আমাদের পর্যটন শিল্পের অন্যতম বাধা হচ্ছে, আমরা এখনও এ খাতকে পুরোপুরি ই-টুরিজমের আওতায় আনতে পারিনি। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দেখতে পাবেন, তাদের পরিবহন ব্যবস্থাগুলো প্রায় সবই অনলাইনভিত্তিক। ট্যুর এজেন্সিগুলো সেখানে টিকেট কেটে দেয়। ট্রেনের টিকেট কাটতে হয় অনলাইনে এবং বাসের টিকেটও অনলাইনে কাটা যায়।’
জামি বলেন, বর্তমানে দেশে মোট ১৩ কোটি মোবাইল ফোন ব্যাবহারকারী রয়েছে। এছাড়া ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছয় কোটিরও উপরে। এখানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় আড়াই কোটি। বর্তমানে ধীরে ধীরে এ সংখ্যা বাড়ছে।
তিনি বলেন, বর্তমান সময়ে মানুষ এখন খুবই প্রযুক্তি নির্ভর। ই-টুরিজমের মাধ্যমে দেশের পর্যটন শিল্পের সকল সুবিধাগুলো একটি প্লাটফর্মে নিয়ে আসা সম্ভব। যার মাধ্যমে কোনো ভ্রমণকারী অনলাইনে খুব সহজেই ভ্রমণ সম্পর্কিত সকল তথ্য পেতে পারেন।