টাঙ্গাইলে ৪ কোটি টাকার মূর্তি উদ্ধার

মুক্তবার্তা ডেস্ক: টাঙ্গাইলের পাছ বিক্রমহাটী থেকে ৪ কেজি ওজনের কষ্টি পাথরের গণেশ মূর্তি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৬ টায় ঠাকুরগাও থেকে ঢাকাগামী রোজিনা এন্টারপ্রাইজ নামক বাসে তল্লাশি চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

এ মূর্তির আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। এই ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সুজা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে শামসুদ্দিনকে (২০) আটক করেছে পুলিশ।

এ প্রসঙ্গে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে মুড়ির বস্তার টিউবের ভেতর থেকে কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়েছে। মূর্তি বহনকারী শামসুদ্দিনকে আটক করা হলেও আরেকজন আব্দুল গাফফার পালিয়ে যায়। আটক শামসুদ্দিন সাভারের কবিরপুরে একটি গার্মেন্টসে কাজ করে বলেও জানান ওসি।

Related posts

Leave a Comment