মুক্তবার্তা ডেস্ক: টাঙ্গাইলে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা সন্দেহে দুই ছেলে সন্তানসহ এক মহিলাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো আয়েশা (৪০), আরাফাত (৮) ও আকাশ (৪)।
পরে বুধবার দুপুরে তাদের গাড়ি ভাড়া করে খাবার ও আর্থিক সহায়তাসহ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়।
এ প্রসঙ্গে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান জানান, মঙ্গলবার বিকালে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় তিন রোহিঙ্গা অবস্থান করছে- এমন সংবাদে পুলিশের একটি বিশেষ দল আয়েশা নামে এক মহিলাসহ দুই শিশুকে আটক করে।
বুধবার দুপুরে আটকদের কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
তবে আটক রোহিঙ্গা নারী আয়েশা জানান, গত তিন মাস আগে মিয়ানমার সেনাবাহিনী তার স্বামীকে গুলি করে হত্যা করে। এ আতঙ্কে তারা মিয়ানমার ছেড়ে এ দেশে ঢুকে চট্টগ্রামে অবস্থান করতে থাকেন। ১২ সেপ্টেম্বর ভান্ডার শরীফের কয়েকজনের সহযোগিতায় চট্টগ্রাম থেকে ট্রেনযোগে টাঙ্গাইল আসেন তারা। গত সাত দিন যাবৎ তারা এই রাবনা বাইপাস এলাকায় অবস্থান করছেন।