টাঙ্গাইলে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৩

মুক্তবার্তা ডেস্ক:টাঙ্গাইলের মধুপুর ও ঘাটাইলে পৃথক অভিযান চালিয়ে ১৮শ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। তাদের মধ্যে দুই নারী রয়েছে। তারা সম্পর্কে বোন। বুধবার দুপুর ও রাতে তাদের গ্রেপ্তার করা হলেও বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তারের খবর সাংবাদিকদের জানায় ডিবি পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাতে মধুপুর বাজার থেকে ১৮শ’ পিস ইয়াবাসহ দুই বোনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন নাসরিন আক্তার (৪২) এবং তার ছোট বোন শামিমা আক্তার (৩৫)।

একইদিন দুপুরে ঘাটাইল উপজেলা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করা হয়। তার নাম শাকের খান (২৮)। উপজেলার চক পাকুটিয়া গ্রামের জাফর খানের ছেলে তিনি।

Related posts

Leave a Comment