টহল পুলিশের গাড়ি খাদে, আহত ৪

যশোর প্রতিনিধি: যশোরে টহল পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন পুলিশ এবং এক আনসার ও গাড়ির চালক রয়েছেন।

বুধবার দিবাগত রাত তিনটার দিকে যশোর-মনিরামপুর সড়কের কানাইতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, পুলিশ সদস্য জাহিদ হাসন (২৮), সঞ্জয় কুমার (২৬), আনসার সদস্য ইলিয়াস কাঞ্চন (৪৫) ও চালক জাকির হোসেন (২২)। আহত দুই পুলিশ সদস্য যশোর পুলিশ লাইনে কর্মরত আছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত জাহিদ জানান, রাত তিনটার দিকে একটি গাড়িতে করে যশোর-মনিরামপুর সড়কে টহল দিচ্ছিলেন তারা। ঘন কুয়াশার কারণে গাড়িটি খাদে পড়ে যায়। এতে চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল বাসার বলেন, আহতরা এখন সুস্থ আছেন।

Related posts

Leave a Comment