মুক্তবার্তা ডেস্ক:ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলনেতা মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ সময় বিকাল ৩.৪৫টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে গাজী এবং মাছরাঙ্গা টিভি।
এক পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সানজামুল ইসলামের পরিবর্তে দলে ফিরেছেন নাসির হোসেন। আজকের ম্যাচটি জিতলে দুই পয়েন্ট পাবে বাংলাদেশ। আর হারলে কাটা যাবে এক পয়েন্ট। তাছাড়া জয় পেলে শ্রীলঙ্কাকে টপকে একদিনের ক্রিকেটে ছয়ে উঠে যাবে বাংলাদেশ দল।
বাংলাদেশ দল:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।