মুক্তবার্তা ডেস্ক:শ্রীলঙ্কার কলম্বোয় সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড মাঠে ম্যাচটি শুরু হয়।
আজও তামিমের সঙ্গে যথারীতি ওপেন করছেন সৌম্য সরকারই। সাব্বির রহমান ব্যাট করবেন তিন নম্বরে। একাদশে আছেন মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ।
এ ম্যাচেও তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। মানে মাশরাফির সঙ্গে তাসকিন ও মোস্তাফিজুর রহমান। গত ম্যাচে শেষ ওভারে হ্যাটট্রিক করেন তাসকিন আহমেদ। গত দুই ম্যাচে মোটামুটি ভালোই বল করেছেন মাশরাফি। তবে প্রচুর রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান। বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া ম্যাচে ওভার প্রতি সাড়ে সাত করে রান দেন কাটার বয়।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।