মুক্তবার্তা ডেস্ক:দেশীয় সিরিজ খেলে দেশে ফিরেছেন নাসির হোসেন। সুপার লিগের দ্বিতীয় ম্যাচে গাজীর হয়ে মাঠে ফিরেই ব্যাট হাতে ঝড় তুললেন। নাসির এবারও ব্যাট হাতে বুঝিয়ে দিলেন জাতীয় দলে বার বার তাকে উপেক্ষা করাটা মোটেও ঠিক হচ্ছে না।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে গাজী গ্রুপের অধিনায়ক নাসির হোসেন ব্যাট হাতে ঝড় তুললেন। শেখ জামালের বোলারদের একের পর এক পাঠালেন মাঠের বাইরে। ১১৩ বল খেললেন। বাউন্ডারি মারলেন ৭টি এবং ছক্কা মারলেন ৬টি। শেষ পর্যন্ত ১৩৪ রান করে মাঠ ছেড়ে উঠে যান। প্রচণ্ড গরমের কারণে আর উইকেটে থাকা সম্ভব হয়নি তার পক্ষে। তার ১৩৪ রানের ওপর ভর করে গাজীর সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ৩৫০ রান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে গাজী ক্রিকেটার্স। দলীয় ৭ রানেই ফেরেন ফর্মে থাকা এনামুল হক। এরপর মুনিম শাহরিয়ারকে সঙ্গে নিয়ে মুমিনুল ৭৪ রানের এক জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। মুনিম আউট হন ৩৫ রানে। দলের রান তখন ৮১। তৃতীয় উইকেটে নাসির ও মুমিনুল জুটিতে আসে ৪৪ রান। মুমিনুল ৬১ বল খেলে ৬৬ রান করে ফেরেন। তবে গুরকিরাত সিংয়ের সঙ্গে পঞ্চম উইকেটে মাত্র ১২৯ বলে ১৪৭ রান যোগ করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান নাসির। ষষ্ঠ উইকেটে সোহরাওয়ার্দী শুভর সঙ্গেও ৫৬ রান তোলেন নাসির। গুরকিরাত ৬০ বলে করেন ৭৪।