ঝিনাইদহে বিএনপির সভায় সংঘর্ষ, আহত ১৫

মুক্তবার্তা ডেস্ক:ঝিনাইদহে বিএনপির প্রতিনিধি সভায় দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ শহরের ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে সকালে বিএনপির প্রতিনিধি সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন।

অনুষ্ঠান শুরু হলে দাওয়াত না পাওয়া জেলা বিএনপির নতুন কমিটির শৈলকুপার ১৭ জন নেতার সমর্থকরা কমিউনিটি সেন্টারের সামনে হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে তারা ভেতরে ঢুকতে গেলে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপর ঢুকতে না পারা নেতাকর্মীরা কমিউনিটি সেন্টারে হামলা চালান। তাদের ইটপাটকেলে কমিউনিটি সেন্টারের জানালার কাচ ভেঙে পড়তে থাকে। এসময় ইট ও কাচের আঘাতে ভেতরে থাকা ১৫ জন নেতাকর্মী আহত হয়।

আহত নেতাকর্মীদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

Related posts

Leave a Comment