মুক্তবার্তা ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলা থেকে আজ শনিবার দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি
সকালে উপজেলার তেতুঁলবাড়িয়া গ্রামের ডাকাতিয়ার মাঠ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মানিক মিয়া জানান, স্থানীয়রা সকালে মাঠে লাশ দুটি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের শরীরে গুলির চিহ্ন রয়েছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করছে বলে জানান তিনি।