মুক্তবার্তা ডেস্ক:ঝিনাইদহের ছয় উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী দুই কর্মীসহ বিভিন্ন মামলার ৬৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, জেলাব্যাপী সন্ত্রাস ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে গতকাল রাতে জেলার ছয় উপজেলায় অভিযান চালানো হয়। এরই অংশ হিসাবে রাতে সদর উপজেলা থেকে জামায়াতের এক কর্মীসহ ১৮ জন, কালীগঞ্জ থেকে ১৫ জন, কোটচাঁদপুর থেকে এক জামায়াত কর্মীসহ আটজন, মহেশপুর থেকে ছয়জন, হরিণাকুণ্ডু থেকে আটজন ও শৈলকুপা থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গ্রেপ্তাররা সন্ত্রাস ও নাশকতাসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।