মুক্তবার্তা ডেস্ক:জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া-চুয়াডাঙ্গা গ্রামের বাড়ি দুটিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
র্যাবের ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছুক্ষণ আগে অভিযান শেষ হয়েছে। সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হবে।
গত সোমবার রাতে সেলিম ও প্রান্ত নামে ‘নব্য জেএমবির’ দুই সদস্যকে আটকের পর মঙ্গলবার ভোরে তাদের বাড়ি দুটি ঘেরাও করে অভিযান শুরু করে র্যাব।