জয় পেল ক্রিস্তিয়োনো রোনালদোর জুভেন্টাস

মুক্তবার্তা ডেস্কঃ ঘরের মাঠে পিছিয়ে পড়েও জয় পেল ক্রিস্তিয়োনো রোনালদোর জুভেন্টাস। রোনালদো গোল না পেলেও তার পাসেই গোল করে দলকে জিতিয়েছেন মারিও মানজুকিচের দুটি ও লিওনার্দো বোনুচ্চি।

মানজুকিচের জোড়া গোল এবং লিওনার্দো বোনুচ্চির এক গোলে নিজদের মাঠে নাপোলিকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে ইতালির ক্লাব জুভেন্টাস।

ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। দশম মিনিটে স্পেনের হোসে কায়েহনের পাস গোলমুখে ফাঁকায় পেয়ে সরাসরি ঠিকানায় পাঠিয়ে দেন ড্রিস মের্টেন্স।

ম্যাচের ২৬তম মিনিটে মারিও মানুজুকিচের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। বাঁ দিক থেকে রোনালদোর বাড়ানো বল দারুণ ক্রস ডি-বক্সের মুখে পেয়ে হেডে লক্ষ্যবেধ করেন এই তারকা।

দ্বিতীয়ার্ধের ৪৯তম মিনিটে মানজুকিচের গোলে আবারও এগিয়ে যায় জুভেন্টাস। সেই গোলতেও অবদান রাখেন সিআর সেভেন। তার বাড়ানো বল গোলরক্ষক দাভিদের হাতে লেগে চলে আসে মানজুকিচের পায়ে। সেখান থেকে জালে ঠেলে দ্বিতীয় গোলটি করেন তিনি।

৭৬তম মিনিটে লিওনার্দো বোনুচ্চি গোলে ব্যবধান তিনগুন করে জয় নিশ্চত করে জুভেন্টাস। সেই গোলেও অবদান ছিল রোনালদোর। তার হেডে আসা বল দূরের পোস্টের কাছ থেকে আলতো ছোঁয়ায় জালে পাঠান বোনুচ্চি।

সাত ম্যাচের সবগুলোতে জয় পেয়ে ২১ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে জুভেন্টাস। দ্বিতীয় স্থানে আছে নাপোলি। আর ১৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে আছে সাস্সুয়োলো।

Related posts

Leave a Comment