জয়ের উপহার তৃণমূল নেতাদের জন্য ল্যাপটপ

মুক্তবার্তা ডেস্ক:আওয়ামী লীগের সাংগঠনিক জেলার কর্মকাণ্ড পরিচালনার জন্য ল্যাপটপ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আর তার পক্ষ থেকে এই উপহার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের বর্ধিত সভায় এসব ল্যাপটপ তুলে দেয়া হয়। তিনি আট বিভাগীয় জেলার নেতাদের হাতে এই উপহার তুলে দেন।

 

বৈঠকে সূত্রে জানা যায়, সারা দেশকে ডিজিটাল বাংলাদেশের আওতায় আনতে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আগামী নির্বাচনে সারা দেশে দলীয় প্রচার-প্রচারণা সহজে চালানো যাবে।

Related posts

Leave a Comment