মুক্তবার্তা ডেস্ক:ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে কক্সবাজার শহরের নাজিরারটেক, পেকুয়ার রাজাখালী, মগনামা, উজানটিয়া, কুতুবদিয়াপাড়া, ফদনারডেইল, সমিতিপাড়া, মহেশখালী উপজেলার মাতারবাড়ি, ধলঘাটা ও কুতুবদিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের অন্তত ১৫ গ্রাম। এছাড়া অন্যান্য ইউনিয়নের আরও কয়েকটি গ্রামসহ উখিয়া ও টেকনাফ উপজেলার নিম্নাঞ্চলও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। সাগর উত্তাল থাকায় আরও অনেক নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ে সৃষ্ট দুর্যোগ লাঘবে প্রশাসনের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেয়া হচ্ছে।
পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোরার প্রভাবে সোমবার সকাল থেকে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়ে পড়ে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে পাঁচ-ছয় ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়ে উপকূলে আঘাত হানছে। বিশেষ করে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে গতকাল কয়েকটি ইউনিয়নের ৩০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে আরও বেড়িবাঁধ বিলীন হলে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যাও বাড়বে। জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।