জেলা প্রশাসকদের ঝুঁকিপূর্ণ যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলার নির্দেশ: পলক

মুক্তবার্তা ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জেলা প্রশাসকদের (ডিসি) সরকারি ই-মেইল ব্যবহার করতে বলা হয়েছে। একইসঙ্গে ঝুঁকিপূর্ণ যোগাযোগ মাধ্যম এড়ানোর নির্দেশনা ও সচেতন করা হয়েছে।

সচিবালয়ে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের (বৃহস্পতিবার) দ্বিতীয় কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিটি জেলায় হাইটেক পার্ক স্থাপন করা হবে উল্লেখ করে পলক বলেন, ‘জেলা প্রশাসকদের তাদের নিজস্ব এলাকায় হাইটেক পার্কের জন্য জায়গা চিহ্নিত করে জানাতে বলা হয়েছে। এ ছাড়া স্কুল-কলেজগুলোতে সাইবার নিরাপত্তায় সচেতনতা তৈরিতে প্রচারণা বা সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সঙ্গে এই কার্য-অধিবেশনের সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

অধিবেশন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘বদ্ধভূমি সব একই ডিজাইনে হবে, যত জায়গায় মুক্তিযুদ্ধে সম্মুখ যুদ্ধ হয়েছে সব একই ডিজাইনে হবে, সমস্ত মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে হবে। এগুলো ডিসিদের অবহিত করেছি।’

Related posts

Leave a Comment