জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

মুক্তবার্তা ডেস্ক:দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও প্রয়াত স্বামী জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে দলের শীর্ষ নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান খালেদা জিয়া। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি প্রাঙ্গণে ওলামা দলের আয়োজনে দোয়ায় অংশ নেন তিনি।

 

এদিকে খালেদা জিয়ার আসার আগেই বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাতে সমাধি প্রাঙ্গণে উপস্থিত হয়। বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে আসা নেতাকর্মীরা জিয়াউর রহমানকে নিয়ে নানা স্লোগান দেন।

Related posts

Leave a Comment