জিনপিংকে উষ্ণ অভ্যর্থনা জানালেন ট্রাম্প

মুক্তবার্তা ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় নিজের অবকাশযাপন কেন্দ্র মার এ লাগোতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে সেখানে সস্ত্রীক পৌঁছান জিনপিং।

মারা এ লাগোতে প্রথমে দুই রাষ্ট্রপ্রধান নিজেদের মধ্যে কূশল বিনিময় করেন। পরে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বৈঠকে বসেন। বৈঠক শেষ হলেও এর ফলাফল নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণের বিষয় তাদের আলোচনায় প্রাধান্য পাবে।

বৈঠক শেষে ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। এসময় উপস্থিত ছিলেন জিনপিংয়ের স্ত্রী পেং লিইউয়ান, ট্রাম্পের স্ত্রী মেলানিয়া, তার মেয়ে ইভানকা, জামাতা জেরাড কুশনার।

নৈশভোজের আগে ট্রাম্প রসিকতা করে বলেছেন, ‘আমাদের ইতিমধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে এবং এ পর্যন্ত আমি কিছুই পাইনি, একেবারে কিছুই না। তবে আমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। আমি এটি দেখতে পাচ্ছি এবং আমি মনে করি দীর্ঘ মেয়াদে আমরা বেশ ভালো সম্পর্কের দিকে যাচ্ছি। একে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’

মার এ লাগোতে স্থানীয় সময় শুক্রবার দুপুর পর্যন্ত অবস্থান করবেন চীনা প্রেসিডেন্ট। মধ্যাহ্ণভোজনের পর শেষ হবে দুই শীর্ষ নেতার বৈঠক।

Related posts

Leave a Comment