মুক্তবার্তা ডেস্ক:‘ম্যাচটি জেতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জিতলে র্যাঙ্কিং এমনিতেই ভালো হবে। র্যাঙ্কিং নিয়ে ভাবছি না। আমরা স্রেফ পরের ম্যাচটা জিততে হাই।’
বৃহস্পতিবার দলের ঐচ্ছিক অনুশীলন শেষে ওয়ানডের ভেন্যু সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সংবাদ মাধ্যমের সঙ্গে এসব কথা বলেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
শনিবার কলম্বোতে সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।
বুধবার স্থানীয় সময় বেলা প্রায় ৩টার দিকে কলম্বোতে পা রাখে মাশরাফি বাহিনী। গতকাল কোনো অনুশীলন ছিল না টাইগারদের। কলম্বোর তাজ হোটেলে উঠেছে বাংলাদেশ দল।
মঙ্গলবার বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে কলম্বোতে সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ নির্ধারণী আর লঙ্কানদের জন্য সিরিজে সমতার ম্যাচ।
ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরবে তামিম-সাকিবরা। ৪ এপ্রিল প্রথম টি-টোয়েন্টির পর ৬ এপ্রিল মাঠে গড়াবে সফরের শেষ ম্যাচ।
ওয়ানডে সিরিজের প্রথমটিতে লঙ্কানদের ৯০ রানে পরাজিত করে বাংলাদেশ। জয়টা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পঞ্চম। আর লঙ্কানদের মাটিতে দ্বিতীয়। এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-০’তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।