জিডির পর মিলল গৃহবধূর লাশ

মুক্তবার্তা ডেস্ক: ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানায় জিডি করার পাঁচ ঘণ্টা পরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার লাশ ময়নাতন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার রাতে উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হাতিলেইট গ্রামের একটি গভীর নলকূপের ড্রেন থেকে লাশ উদ্ধার করা হয়।

সখিনা খাতুন ওই গ্রামের মঞ্জুরুল হকের স্ত্রী এবং একই গ্রামের হযরত আলীর কন্যা ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে একই গ্রামের বাসিন্দা লাল মিয়া তার পুত্রবধূ নিখোঁজ রয়েছেন মর্মে থানায় জিডি করেন। পুলিশ জিডি দায়েরের পাঁচ ঘণ্টা পর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ফুলবাড়ীয়া থানার পরিদর্শক (তদন্ত) জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।

Related posts

Leave a Comment